এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হওয়া গৌরহরি গাঙ্গুলি মারা গেলেন। প্রায় 90% বার্ন ইনজুরি হয়েছিল তার। গতকাল বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মৃত্যু হয় তার। দেহ আজ ময়নাতদন্তের পর আসবে গ্রামে। পরিবারের তরফ থেকে একাধিক অভিযোগ।
বারুইপুর: বিস্ফোরণের মৃত্যু হল বারুইপুরের বাসিন্দা গৌড় হরি গাঙ্গুলীর - Baruipur News