কালনা ১: অসহায় ছেলের আর্তিতে সাড়া—কালনা হাসপাতালে ডিউটিরত লিফ্টম্যানই রক্তদান করে বাঁচালেন বৃদ্ধের প্রাণ
কালনা হসপিটালে ভর্তি অসুস্থ বাবার জন্য প্রয়োজন O+ রক্ত, কালনা হসপিটাল এর ব্লাড ব্যাঙ্কে প্রয়োজনীয় রক্ত না পেয়ে হন্য হয়ে ঘুরছে হসপিটালে তার ছেলে। এমন সময় কালনা হসপিটালের পুলিশ ক্যাম্পের পুলিশকর্মী সোমনাথ বাবুকে রক্তের প্রয়োজনের কথা জানায় ছেলে অর্পণ মজুমদার। সাথে সাথেই ওই পুলিশকর্মী কালনা হসপিটালে কর্তব্যরত লিফম্যান কাত্তিক পালকে গিয়ে রক্তের প্রয়োজনের কথা বলেন তিনি, হাসপাতালে ডিউটিরত অবস্থাতেই নিজের রক্ত দিয়ে বৃদ্ধের প্রাণ বাঁচালেন লিফ্টম্যান।