কৈলাশহর: কৈলাসহর ইরানি থানার পুলিশের হাতে আটক হয় ৩ নেশা কারবারি সহ একটি ইলেকট্রিক অটো গাড়ি
ধৃতদের আজ আদালতে প্রেরণ করা হয়। রুটিন মাফিক চেকিং চালাচ্ছিল গতকাল সন্ধ্যাবেলা, ইরানি থানার পুলিশ টিলাবাজারে, এরপর তাদের কাছ থেকে ব্রাউন সুগার সহ ব্রাউন সুগারের খালি কৌটা উদ্ধার করে পুলিশ।