আগামী ১৩ ই জানুয়ারি কোচবিহার সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে গোটা শহরকে হডিং লাগিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। তৃণমূল সূত্রের খবর 13 তারিখ এ বি এন শীল কলেজের মাঠে তৈরি হওয়া অস্থায়ী হেলিপ্যাড নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি যাবেন মদনমোহন মন্দিরে পুজো দিতে। মদনমোহন মন্দিরের পূজো দিয়ে সেখান থেকে সোজা যাবেন সভাস্থলে। তার আগে গোটা কোচবিহার শহরকে হোডিং ও তৃণমূলের দলীয় পতাকা সাজিয়ে তোলা হচ্ছে।