ঘাটাল: জল বাড়ছে শিলাবতী নদীতে প্লাবিত হচ্ছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা
আস্তে আস্তে জল বাড়ছে ঘাটাল এলাকাতে চলতি বছরে ছয় থেকে সাত বার বন্যা কবলিত হলো এই ঘাটাল এলাকা, সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার মানুষ বারে বারে শিলাবতী নদীর জল উঠছে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। এবিষয়ে নিয়ে কি বলছেন এলাকার মানুষ জন শুনে নেওয়া যাক।