পৃথক পৃথক দুটি ঘটনায় মকর পরবের মধ্যেই মর্মান্তিক ভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুই মহিলার। পুলিশ সূত্রে জানা গেছে মৃত দুই ঐ মহিলার নাম বছর 25এর বৈশাখী বাউরি ও বছর 76র বিজলা গোপ। বৈশাখী বাউরির বাড়ি পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত কেলাহি গ্রামে।আর বিজলা গোপের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত ডিসেরগড় এলাকার রক্তা গ্রামে। দুজনের পরিবারের আত্মীয়রা জানান বাড়িতে অতিরিক্ত ঠান্ডার জন্য আগুন পোহানোর সময় অসাবধাণতার কারণে তারা অগ্নিদগ্ধ হয়।