কাঁকসা: পানাগড় জুড়ে কনকনে ঠান্ডা,দেখা নেই সূর্যের,সকাল থেকেই মেঘলা আকাশ,ব্যাহত জনজীবন
শনিবার সকাল থেকেই পানাগড় জুড়ে কনকনে ঠান্ডায় জবুথবু পানাগড়ের মানুষ।সকাল থেকে দেখা নেই সূর্যের।একদিকে সকাল থেকে সূর্যের দেখা নেই।তার উপর চলছে উত্তরে হওয়া।অন্যদিকে সকাল থেকে মেঘলা আকাশ থাকার কারণে রাস্তায় দৃশ্মমানতা কম থাকায় এক প্রকার রাস্তায় গাড়ির লাইট জেলেই চলছে সমস্ত যানবাহন।পানাগড়ের বাসিন্দারা জানিয়েছেন,সকাল থেকে এতটাই ঠান্ডা পড়েছে যে মানুষ রাস্তায় বেরিয়ে বেশিক্ষন থাকতে পারছেন না।ঠান্ডার হাত থেকে বাঁচতে ভিবিন্ন জায়গায় রাস্তার ধারে মানুষ আগুন জলছেন।