দিল্লি থেকে এসে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, প্রতীক জৈনের বাড়ি-সহ পোস্তায় ব্যবসায়ীর বাড়িতেও চলছে জিজ্ঞাসাবাদ। কয়লা পাচারের পুরনো একটি মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল ছ'টা নাগাদ সল্টলেকের আই-প্যাকের দপ্তরে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, দিল্লি থেকে বুধবার রাতেই কলকাতায় পৌঁছন ইডির আধিকারিকরা।