মেদিনীপুরের এক নম্বর ওয়ার্ডের তোড়াপাড়াতে অনেক বাংলাদেশী ভোটার ও বহিরাগত ভোটার ছিল বলে নানা জল্পনা তৈরি হয়েছিল। স্বভাবতই ওই এলাকার ভোটার তালিকা নিয়ে কৌতুহল ছিল অনেকের। সে কৌতূহলের অবসান ঘটিয়ে ভোটার তালিকা প্রকাশ হতেই ভিড় স্থানীয়দের। বহু মানুষের বহু বিভ্রান্তি রয়েছে তালিকাতেও। তবে আশ্বস্ত করলেন বি এল ও।