বামনগোলা : -- আশা কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে মালদা জেলার বামনগোলা ব্লকের পাকুয়াহাটে কর্মবিরতি র্যালির আয়োজন করে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ এই র্যালিটি পাকুয়াহাটের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। সংগঠনের নেত্রী ভারতী বাড়ুইয়ের নেতৃত্বে বিপুল সংখ্যক আশা কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।র্যালি চলাকালীন হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে আশা কর্মীরা তাঁদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হ