একই মন্দিরের মধ্যেই দর্শন হবে বারো জ্যোতির লিঙ্গের। এমনই ব্যবস্থা করে হরিনাম সংকীর্তন ও শ্রীমদ্ভাগবত কথার মধ্য দিয়ে বারো জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠা করা হলো আজ। বীরভূমের ঐতিহ্যবাহী কলেশ্বরের কলেশনাথ শিবমন্দিরের গর্ভগৃহের মধ্যে স্থাপন করা হলো বারটি জ্যোতির্লিঙ্গের। মূলত যে সমস্ত পূরনার্থী বা দর্শনার্থীরা এই মন্দিরে এসে পুজো দেবেন ঠিক সে সমস্ত ভক্তদের কথা মাথায় রেখে মন্দিরের গর্ব গৃহের দেওয়ালের মধ্যে ১২ জ্যোতির লিঙ্গের উদ্বোধন করা হলো আজ।