বৃহস্পতিবার এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে শুরু হল ৩৭তম মালদা জেলা বইমেলা। ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার-এমনই আঙ্গিকে আয়োজিত মালদা জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বৃহস্পতিবার ৩৭তম মালদা জেলা বইমেলা শুরুর প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে বইপ্রেমীদের এক বর্ণাঢ্য পদযাত্রা বের হয়।