বেসরকারি পল্ট্রি ফার্ম কর্মীর অস্বাভাবিক মৃত্যু। ফার্মের ঘর থেকে উদ্ধার কর্মীর নীথর দেহ। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের ভেন্ডাবাড়ি এলাকায়। মৃতের নাম গৌতম সরকার(৫৩)। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা পারবাংলা পশ্চিম পাড়া এলাকায়। তবে দেহ নিতে অস্বীকার মৃতের স্ত্রী ও মেয়ের দাবি পুলিশ ও ফার্ম মালিকের। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ইটাহারের পুলিশ।