ডেবরা: ঘোলই এলাকায় প্রতিবেশী যুবকের পালালো ব্রাহ্মনের স্ত্রী,শোরগোল ডেবরায়
প্রতিবেশী এক যুবকের সঙ্গে পালালো এক ব্রাহ্মণ এর স্ত্রী। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় ডেবরা ব্লকের ঘরই এলাকায়। গত দুদিন আগে পরিবারের লোকজনকে মুড়ি ভাসতে যাওয়ার নাম করে বাড়ির বাইরে বেরিয়ে পালিয়ে যায় ওই গৃহবধূ। দুদিন হয়ে গেল খোঁজখবর না পাওয়ায় বৃহস্পতিবার ডেবরা থানায় নিঁখোজের অভিযোগ দায়ের করে স্বামী। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ। স্বামীর অভিযোগ চাকুড়ে দেওয়ার নাম করে ফুসলিয়ে তার স্ত্রীকে নিয়ে গিয়েছে ওই যুবক।