চন্দননগর নাইট স্টার ক্লাবের পরিচালনায় ৩ দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন নলহাটি চন্দননগর ফুটবল ময়দানে। আজ শুক্রবার ২ ই জানুয়ারি সকাল ৯:৩০ টা নাগাদ যার শুভ উদ্বোধন করলেন নলহাটির বিশিষ্ট সমাজসেবী তথা প্রযোজক ও অভিনেতা বাজন যাদব। পায়ে ফুটবল মেরে এই ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন তিনি। মোট ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করেছে এই ফুটবল প্রতিযোগিতায়, আজ এবং আগামী কাল এই দুই দিনে আটটি করে দলের খেলা হবে এবং আগামী পরশু অর্থাৎ রবিবার হবে চূড়ান্ত প্রতিযোগিতা।