মধ্যপ্রদেশের ওরিয়েন্টাল ইউনিভার্সিটিতে প্রকাশিত হল দুটি গবেষণাপত্র।জানা গেছে,13নং ওয়ার্ডের বাসিন্দা শ্রীপর্ণ চক্রবর্তী।পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আরামবাগ হাই স্কুলে পড়াশোনা করেছে সে।2023 সালে উচ্চমাধ্যমিকে ভালো সাফল্য লাভের পর কলকাতার IEM ইঞ্জিনিয়ারিং কলেজে পড়া শুরু করে।সেখান থেকে ডেটা মাইনিং ও সাইবার সিকিউরিটি নিয়ে গবেষণা করে।শ্রীপর্ণের দুটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।শুক্রবার প্রাক্তন স্কুল থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।