মঙ্গলবার দুপুরে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে বিজেপি সাংগঠনিক জেলা দক্ষিণের তরফে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়,উদ্ধার হওয়া বেশিভাগ ভোটার কার্ড ৪ নং ওয়ার্ডের,এইসব কাজ তৃণমূলের,তারাই এতদিন এইসব কার্ড ব্যবহার করে ভুয়ো ভোট দিতো,বিজেপির অভিযোগকে খণ্ডন করে শহর তৃণমূলের সভাপতি সুজিত সাহা বলেন,ওরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভেসে থাকতে চায়,মানুষের কাছে ওদের কোনও গ্রহণযোগ্যতা নেই,উল্লেখ্য সোমবার রাতে প্রতাপনগরে উদ্ধার হয় প্রচুর ভোটার কার্ড।