ইসলামপুর: ইসলামপুর শহরের মিলনপল্লী এলাকায় অবস্থিত অগ্রগামী সংঘ পাঠাগারকে নতুন করে সচল রাখতে পরিচালন কমিটি গঠন
উত্তর দিনাজপুর জেলা লাইব্রেরি দপ্তরের উদ্যোগে ইসলামপুর শহরের মিলনপল্লী এলাকায় অবস্থিত অগ্রগামী সংঘ পাঠাগারকে নতুন করে সচল রাখতে পরিচালন সমিতি গঠন করা হয়েছে। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই পাঠাগারটির সুষ্ঠু পরিচালনা ও পাঠকমুখী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। জেলা লাইব্রেরি দপ্তরের পক্ষ থেকে গঠিত এই নতুন কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিক্রম দাসকে, এবং সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অভিজিৎ দাস। মঙ্গলবার দুপুরে নবগঠিত পরিচালন সমিতির প্রথম সভা অনুষ্ঠিত হয়।