মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন গোটা রাজ্যে। বাম আমলে মানুষ সরকারি সুবিধাল কথা জানতেই পারতেন না। মঙ্গলকোট ঝিলু-১ পঞ্চায়েত এলাকায় উন্নয়নের পাঁচালির কর্মসূচিতে যোগ দিয়ে শনিবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ এমনই জানালেন বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হলে একজন মানবিক মুখ্যমন্ত্রী। তিনি কোন দলীয় নেতার উদ্ধর্ত বরদাস্ত করেন না। তিনি হচ্ছেন সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী।