মাথাভাঙা শহরের ব্যস্ততম সড়ক গুলোর মধ্যে শনি মন্দির মোড় থেকে মহকুমা হাসপাতাল সংযোগকারী মোরঙ্গা রাস্তা বরাবরই যানজটের সৃষ্টি হয়। অবশেষে সেই রাস্তা সম্প্রসারণের লক্ষ্যে শুক্রবার বেলা দুটো নাগাদ শুরু হল মাপযোগের কাজ। মাপযোগের কাজ শুরু হতেই স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁদের নজরদারিতে ধাপে ধাপে এগোয় কাজ। পূর্ত দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রাস্তার এস্টিমেট পাঠানো হয়েছে। নির্দেশে ওই রাস্তা সংস্কার করা হবে।