ধৃতদের নাম শিবম ক্ষেত্রপাল ও সাগর ক্ষেত্রপাল। মেমারি থানার ১৫ নম্বর ওয়াের্ডর ইছাপুর ও ঝাপানতলা এলাকায় ধৃতদের বাড়ি। শুক্রবার রাতে গন্তার ফুটবল মাঠের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাদের পাকড়াও করে পুলিশ। তারা আশপাশ এলাকায় চুরির পরিকল্পনায় ঘোরাঘুরি করছিল বলে জিজ্ঞাসাবাদে জানতে পারে পুলিশ। তালাবন্ধ বাড়ি থেকে চুরির কথা ধৃতরা কবুল করেছে বলে পুলিশের দাবি। ধৃতদের শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়।