রতুয়া ২: এস আই আর কে কেন্দ্র করে বাড়ি বাড়ি ফ্রম পৌঁছে দিতে বাহারাল ময়দান এলাকায় গেল BLO রা
সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে ফর্ম তুলে দিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে রতুয়া জুড়েই। বাহারাল ময়দান এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে ফর্ম তুলে দিল BLO রা। সাধারণ ভোটারদের কাছে পৌঁছে কিভাবে ফরম ফিলাপ করতে হবে কিভাবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সে বিষয়গুলি বোঝালেন BLO রা। পাশাপাশি যাদের ২০০২ এর ভোটার লিস্টের নাম নেই সে ক্ষেত্রে কি কি কাজ প্রয়োজন রয়েছে? ঝাড়াই-বাছাই বিষয়ে সকলকে বোঝানো হয়।