সাঁতুড়ি: বালি ভর্তি ট্রাক্টর সহ ১ব্যক্তিকে গ্রেফতার করল সাঁতুড়ি থানার পুলিশ,তোলা হল আদালতে
অবৈধভাবে বালি ভর্তি করে ট্রাক্টরে করে পাচার করার সময় সাঁতুড়ি থানার পুলিশ বালি ভর্তি ট্রাক্টরটি আটক করে ঐ ট্রাক্টরের চালককে গ্রেপ্তার করল। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম রামেশ্বর মুর্মু। তার বাড়ি পাশের বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত সিদাবাড়ি গ্রামে। মঙ্গলবার রাত্রে সাঁতুড়ি থানার পুলিশ তাকে সাতুড়ি থানার অন্তর্গত বেড়িয়া এলাকা থেকে বালভর্তি ট্রাক্টর সহ আটক করে। পরে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে রঘনাথপুর মহকুমা আদালতের তোলা হয়।