কালচিনি: সুভাসিনী চা বাগান এলাকার ক্ষতিগ্রস্ত নদী বাঁধ পরিদর্শন করলেন কালচিনির বিধায়ক বিশাল লামা
কালচিনি ব্লকের সুভাসিনী চা বাগান এলাকার ক্ষতিগ্রস্ত নদী বাঁধ পরিদর্শন করলেন কালচিনির বিধায়ক বিশাল লামা। রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ বিধায়ক জানান গত কয়েকদিনের বৃষ্টির ফলে এলাকায় প্রায় ৫০ মিটার বাঁধ ভেঙ্গে গিয়েছে। তোরসা নদীর জল চা বাগানে প্রবেশ করছে। চা বাগানের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই নিয়ে আমি সেচ দপ্তরের সাথে কথা বলবো যাতে শীঘ্রই এখানে স্থায়ী বাঁধ তৈরি করা হোক।