পাড়া: ট্রেনে হারিয়ে যাওয়া বিহারের যুবকের ব্যাগ উদ্ধার করে ফিরিয়ে দিলো আনাড়া আরপিএফ
Para, Purulia | Dec 1, 2025 গতকাল সাউথ বিহার এক্সপ্রেসে রায়পুর থেকে আরা যাত্রা করছিলেন বিহারের পাটনা এলাকার বাসিন্দা প্রতিক কুমার সিং। তার যাত্রার মাঝে টাটা রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে খাবার আনতে গিয়ে ট্রেনটি ছেড়ে দেয়। তারপরে সে স্থানীয় আর পি এফ দের সাথে যোগাযোগ করে এবং রেলের 139 হেল্পলাইনে অভিযোগ জানায় এই অভিযোগের ভিত্তিতে আনাড়া আরপিএফ সেই ব্যাগ উদ্ধার করে। আজ সোমবার দুপুর তিনটে