হাতির হানায় পা ভাঙ্গলো এক যুবকের।শনিবার গভীর রাতে আলিপুরদুয়ার -১ ব্লকের চিলাপাতা পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাতে বাড়ি ফেরার সময় ওই যুবক হাতির হানার মুখে পড়ে।হাতির হানায় যুবকের পা ভেঙেছে।রবিবার দুপুর বারোটা নাগাদ জানা গেলো ওই যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে।