দুর্ঘটনা রোধে NBSTC রায়গঞ্জ ডিপোতে 'ডাইভার্স এন্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়ন' এর অভিনব উদ্যোগ। ডিপোতে আসা প্রতিটি দুরপাল্লার বাসে চালক সহ যাত্রীদের সচেতনতার বার্তা দিলেন তারা। শনিবার দুপুরে INTTUC নেতা তথা সংগঠনের জয়েন্ট কনভেনার কৌশিক কুমার দে বলেন, শীতের ঘন কুয়াশায় বিকালের পর থেকে পরদিন সকাল পর্যন্ত বিভিন্ন যায়গায় দৃশ্য মানতা কমে যায়। সেই সময়ে চালকদের সতর্ক হয়ে ধীর গতিতে গাড়ি চালানোর অনুরোধ জানালাম। পাশাপাশি যাত্রীদেরকেও অনুরোধ জানালাম।