পাগলা রাজার রাজত্ব,ভারতবর্ষে ইতিহাসের পাগলা রাজা মোহাম্মদ বিন তুঘলকের রাজত্ব চলছে বলে কটাক্ষ করলেন রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক মিল্টন রশিদ। আজ মঙ্গলবার রামপুরহাট–২ নম্বর ব্লকের মারগ্রামে তিনি দাবি করেন, SIR-এর কারণে জীবিত মানুষকে মৃত হিসেবে দেখানো হচ্ছে এবং মৃত মানুষকে জীবিত করে দেখানো হচ্ছে। তাঁর অভিযোগ, এই অবস্থা প্রশাসনিক ব্যর্থতার চরম উদাহরণ এবং দেশ বর্তমানে এক ‘পাগলা রাজার’ শাসনে চলছে।