বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবায় বড় রকমের সমস্যা দেখা দিল বুধবার। ফলে কলকাতা বিমানবন্দরে আসা–যাওয়া একাধিক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। জানা গেছে, বিভিন্ন শহর থেকে কলকাতায় আসার ৫টি এবং কলকাতা থেকে উড়ে যাওয়ার ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি কলকাতামুখী ৩৬টি এবং কলকাতা থেকে রওনা হওয়ার ৪৯টি ইন্ডিগো ফ্লাইট দীর্ঘক্ষণ বিলম্বিত হয়। এই সমস্ত বিমানই দেশের বিভিন্ন শহর থেকে নির্দিষ্ট সময়ে কলকাতায় নামার বা কলকাতা থেকে অন্য শহরে উড়ে যাওয়ার কথা ছিল।