রতুয়া ১: মুখ্যমন্ত্রীর জেলা সফরকে কেন্দ্র করে রতুয়ায় যুব তৃণমূলের আয়োজিত হল প্রস্তুতি সভা
মালদা সফরে আগামী তিন ডিসেম্বর আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। গাজোলে তার একটি সভা রয়েছে যাকে কেন্দ্র করে তৃণমূল শিবিরের জোড় প্রস্তুতি চলছে। প্রতিটি ব্লক এলাকার নেতাকর্মীদের সাথে নিয়ে গিয়ে এই সভা সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে কাজ চলছে। যুব তৃণমূল্যের জেলা সভাপতি প্রসেনজিৎ দাসের উপস্থিতিতে রতুয়ায় একটি প্রস্তুতি সভা করা হয়।দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের নির্দেশ মেনে সভা সাফল্যমন্ডিত করতে বার্তা রাখেন জেলা সভাপতি।