রাজারহাট: ভোট পর্যন্ত সল্টলেকে আস্তানা গাড়ছেন অমিত শাহ ও ভূপেন্দ্র যাদব
বিহারে নির্বাচনে রাজনৈতিক রণকৌশল প্রয়োগ করে সাফল্য পেয়েছে বিজেপি। এবার তাই আগামী বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টার্গেট বাংলা। বঙ্গের মাটিতে পদ্মের ঢেউ আনতে মরিয়া বিজেপির দিল্লি নেতৃত্ব। শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ সূত্রের খবর অনুযায়ী, ডিসেম্বর মাসের শেষ থেকে বঙ্গে পাকাপাকিভাবে ঘাঁটি গাড়বেন কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী ও অপর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।