বর্ধমান ১: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার কোষা গ্রামে ছানা কাটার অ্যাসিড খেয়ে আত্মঘাতী মহিলা
পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার কোষা গ্রামে ছানা কাটার অ্যাসিড খেয়ে আত্মঘাতী মহিলা।মৃত মহিলার নাম কাকলি ঘোষ বয়স ৫০, জানা গেছে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষমেশ বাড়িতে কেউ না থাকার সুবাদে গতকাল ছানা কাটা অ্যাসিড পান করে আত্মঘাতী হয় ওই মহিলা। কাকলি দেবী বাড়িতেই ছানা কাটার কাজ করতেন।পরিবারের সূত্রে জানা যায়, কিছুদিন ধরেই তিনি নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। ব্যথা সহ্য করতে না পেরে এই ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের দাবি