মুরারই ২: পাইকরে বিডিও অফিসে AIKS AIARWU CITU পক্ষ থেকে ১০০ দিনের কাজ চালু করতে হবে সহ আরো বিভিন্ন দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হল
আজ 18 নভেম্বর মঙ্গলবার আনুমানিক বেলার দিকে।মুরারই2 ব্লক AIKS,AIARWU,CITU পক্ষ থেকে। মুরারই ২ ব্লকের পাইকরে বিডিও অফিসে 100 দিনের কাজ চালু করতে হবে,সহ আরো বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।এদিন মুরারই ২ ব্লকের পাইকরে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে স্মারকলিপি দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন কমরেড কামালউদ্দিন আহমেদ, কমরেড আলী রেজা মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা।