দল গঠনের আগেই কলকাতা ও বহরমপুরের পার্টি অফিস উদ্বোধন করতে চলেছেন ভরতপুরের তৃণমূলের সাসপেন্ডের বিধায়ক তথা রেজিনগরের বাসিন্দা হুমায়ুন কোভির। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন বাইশে ডিসেম্বর নতুন দলের সূচনা করবেন তিনি , কিন্তু তার আগে কলকাতায় পাকসারকাস ও সল্টলেকে এবং বহরমপুরের গোরাবাজারে একটি পার্টি অফিসের উদ্বোধন করবেন তিনি