ডোমকল: ডোমকল জনকল্যাণ ময়দানে বই ও পৌর মেলার সূচনা, উদ্বোধনে উপস্থিত সাংসদ আবু তাহের,এসডিও শুভঙ্কর বালা
ডোমকল জনকল্যাণ ময়দানে বই ও পৌর মেলার সূচনা, উদ্বোধনে উপস্থিত সাংসদ আবু তাহের,এসডিও শুভঙ্কর বালা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ডোমকল এসডিও শুভঙ্কর বালা ও পৌর প্রশাসকের তত্ত্বাবধানে ডোমকল বই ও পৌর মেলার শুভ উদ্বোধন হলো। বুধবার বিকেলে ডোমকল জনকল্যাণ ময়দানে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার উদ্বোধন করেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ অবতাহের খান ও ডোমকল মহকুমা শাসক শুভঙ্কর বালা। এবারের অষ্টম বর্ষে পদার্পণ করলো ডোমকল বই ও প