বারুইপুর: বারুইপুর ফুলতলায় শুরু হল ইভিএম চেকিং এর কাজ উপস্থিত বারুইপুর পূর্বের বিধায়ক
বারুইপুর ফুলতলায় শুরু হল ইভিএম চেকিং এর কাজ, মূলত আজ সকাল থেকেই এই ইভিএম চেকিং এর কাজ শুরু হয়, উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার সহ, একাধিক প্রশাসনিক আধিকারিক সহ জনপ্রতিনিধিগণ, আর সেই চিত্র পাবলিক app এর ক্যামেরায় আজ বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ।