হিড়বাঁধে ভোরবেলায় নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়ির গাছে ধাক্কা, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল। তবে ঘটনায় দুজন আহত হয়েছেন। বুধবার সাতসকালেই দুর্ঘটনার কবলে পড়ল একটি ছোট চারচাকা গাড়ি। ঘটনাটি বাঁকুড়া-খাতড়া দু’নং রাজ্য সড়কের হিড়বাঁধ থানার অন্তর্গত রাঙামেটিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক সকাল ৬টা নাগাদ গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বট গাছে জোরে ধাক্কা মারে। আহত হন ওই গাড়িতে থাকা এক চিকিৎসক ও চালক