মঙ্গলকোট: টোটোতে করে চোলাই মদ পাচারের আগেই একজন চোলাই কারবারীকে গ্রেপ্তার করল মঙ্গলকোট আবগারি বিভাগ
টোটোতে করে চোলাই মদ পাচারের আগেই শুক্রবার আনুমানিক রাত ৮টা নাগাদ একজন চোলাই কারবারীকে গ্রেপ্তার করল মঙ্গলকোট আবগারি বিভাগ। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ লিটার চোলাই মদ। জানা গিয়েছে, ধৃতের নাম সুরেশ দাস। তার বাড়ি বর্ধমানের হরিনারায়নপুর এলাকায়। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান কাটোয়া রাস্তায় নজরদারি চালাচ্ছিল আবগারি বিভাগের কর্মীরা। তখনই মশারু বাসস্ট্যান্ডের কাছে সুরেশের টোটোটি আটকাতেই মেলে সাফল্য। চোলাই সহ ধৃতকে হাতেনাতে ধরে আবগারি কর্মীরা।