খানাকুল ১: মারামারির ঘটনায় জড়িতসহ একাধিক অভিযোগে খানাকুলের কায়বা থেকে গ্রেফতার এক যুবক।
মারামারির ঘটনায় জড়িত সহ একাধিক অভিযোগে খানাকুলের কাইবা এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে পেশ করল খানাকুল থানার পুলিশ। জানাযায় গতকাল অর্থাৎ মঙ্গলবার পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে কায়বা এলাকায় মারামারির ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনায় ঐযুবক জড়িত ছিলেন বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঐযুবককে গ্রেপ্তার করে আরামবাগ মহকুমা আদালতে পেশ করে বলে জানা গেছে।