মুরারই ১: ঝাড়খন্ড লাগুয়া ঢুড়িয়া গ্রামের কাছে কাঠ বোঝাই চারটি বাইক বাজেয়াপ্ত করল পুলিশ, নম্বর বিহীন বাইকের তদন্ত শুরু
গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে চারটি কাট বোঝায় বাইক উদ্ধার করল মুরারই থানার পুলিশ। জানা গিয়েছে গতকাল রাত্রের দিকে মুরারই থানার অধীন ঝাড়খন্ড লাগুয়া ঢুড়িয়া গ্রামের রাস্তায় বিশেষ অভিযান চালায় মুরারই থানার পুলিশ। সেখানে চারটি নম্বর বিহীন বাইকে ৬ খানা বড় কাঠ বোঝাই করা ছিল। কাঠ সহ চারটে বাইক বাজেয়াপ্ত করে মুরারই থানার পুলিশ। জানা গেছে বাইকে কোন নম্বর নেই, এবং ইঞ্জিন নম্বর, চেচিস নম্বর সব ঘষে মেটানো আছে। ঘটনা স্থল থেকে কাউকে গ্রেফতার করা