প্রসঙ্গত গতকাল রাতে কৃষ্ণনগর রোমান ক্যাথলিক চার্চে বড়দিন উপলক্ষে জনসমুদ্র। প্রতিবছরের মতো এবছরও কৃষ্ণনগর রোবান ক্যাথলিক চার্চে মহা ধুমধাম এর সাথে হচ্ছে প্রভু যীশুর আরাধনা। বড়দিন উৎসব কে কেন্দ্র করে রোমান ক্যাথলিক চাট সংলগ্ন এলাকায় হচ্ছে মেলা। গতকাল রাতে চার্চ এবং মেলা প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়।