বহরমপুর: ট্রেনের পা দানিতে পা আটকে বিপত্তি, দীর্ঘ প্রচেষ্টার পর ট্রেনের পা দানী কেটে MMC&H- নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে
ট্রেনের পা দানি তে পা আটকে বিপত্তি। দীর্ঘ প্রচেষ্টার পর ট্রেনের পা দানী কেটে উদ্ধার করা হয় ব্যক্তিকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার বেলডাঙা স্টেশনের। স্থানীয় সূত্রের খবর আহতের নাম দীপক রায়চৌধুরী বহরমপুরের নতুন বাজার এলাকার বাসিন্দা ট্রেনে উঠতে গিয়ে বেলডাঙা স্টেশনে ট্রেনের পাদানিতে আটকে যায় পরেউদ্ধার করেMMC&H- এ নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে