তুফানগঞ্জ ২: স্কুলে দেরিতে আশা নিয়ে শিক্ষক এবং অভিভাবকদের বাকবিতম্বায় চরম বিশৃঙ্খলা নাগুর হাট উচ্চ বিদ্যালয়ে
শনিবার এমনই দৃশ্য ধরা পড়ল তুফানগঞ্জ দুই ব্লকের নাগুরহাট উচ্চ বিদ্যালয়। অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একাংশ নির্দিষ্ট সময়ের পরে ইস্কুলে আসে। অযথা সময় নষ্ট করে। এতে পড়াশুনা একেবারে লাটে উঠে গেছে ছোট ছোট পড়ুয়াদের। বিষয়টি নিয়ে এর আগেও স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা কিন্তু কোন পরিবর্তন না ঘটায় এদিন বিক্ষোভ সামিল হন।