কুমারগঞ্জ: স্বামী স্ত্রীর পারিবার অশান্তির কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী টোটো চালক আজইর এলাকার ঘটনা
দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের আজইর এলাকায় টোটোচালক নয়ন দাসের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়। মৃতের বয়স ২৬ বছর বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। সেই পারিবারিক অশান্তির জেরেই নয়ন আত্মঘাতী হন বলে প্রাথমিক অনুমান। ঘটনার খবর পেয়ে পতিরাম থানার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।