রঘুনাথপুর ১: মামাবাড়িতে ওড়নার ফাঁস লাগিয়ে যুবতী আত্মঘাতী,চাঞ্চল্য,দেহ উদ্ধার করে PMএ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
মামাবাড়িতে ওড়নার ফাঁস লাগিয়ে এক যুবতীর মৃত্যুর ঘটনায় রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের অন্তর্গত খাজুরা গ্রামে। মৃত ঐ যুবতীর নাম অন্বেষা কৈবর্ত।তার বাড়ি রঘুনাথপুর ১নম্বর ব্লকের রামকানালি গ্রামে হলেও সে ছোট থেকেই তার মামার বাড়িতেই থাকত।রবিবার সকালে মামাবাড়ির একটি ঘরের মধ্যে তাকে ওড়নার ফাঁস লাগানো অবস্হায় তার পরিবারের আত্মীয়রা দেখতে পেলে চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশিরা ছুটে আসে।ঘটনাটি পুলিশকে জানানো হয়।