রতুয়া ২: তৃণমূলের অন্তর দ্বন্দ্ব থেকে রতুয়ায় মিম পার্টির, কেউ যোগদান করেনি, রতুয়ায় দাবি ব্লক কংগ্রেস সভাপতি
তৃণমূলের অন্তর্দন্দ থেকে রতুয়া বিধানসভা জুড়ে মিম পার্টি মাথা চাড়া দিয়েছে। যতই দাবি করুক কংগ্রেস ছেড়ে কেউ মিম পার্টিতে যোগদান করেনি।রতুয়া থেকে জানালেন ব্লক কংগ্রেস সভাপতি পরিতোষ সিংহ।বৃহস্পতিবার রাতে কংগ্রেস ও তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী মিম পার্টিতে যোগদান করেছে দাবি নেতৃত্বের।গোটা ঘটনায় ব্লক কংগ্রেস সভাপতি স্পষ্ট জানালেন, তৃণমূলের মতের মিল হচ্ছে না তাই মিম পার্টিতে অনেকে যাচ্ছে। তাদের অন্তরদ্বন্দ্বের জন্য রতুয়ায় মীম পার্টি। কংগ্রেস ছেড়ে কেউ যায়নি।