শীতের মরসুমে দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন রাসায়নিক সার সংস্থার প্রতিনিধিরা। মেসার্স কানাইলাল কেদার প্রসাদ ফার্মের কর্ণধার সঞ্জয় প্রসাদের উদ্যোগে এবং ইন্ডিয়ান পটাশ লিমিটেডের সহযোগিতায় বুলবুলচন্ডী এলাকায় প্রায় ১৪৬ জন দুস্থ মানুষের মধ্যে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হয় রবিবার।এই উদ্যোগের মাধ্যমে শীতের কনকনে ঠান্ডায় আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের কিছুটা হলেও স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে।