তুফানগঞ্জ ১: রাজবংশী ঐক্য মঞ্চের তরফে নাটাবাড়ি থেকে কদমতলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন
সোমবার ১২ই জানুয়ারি ফিতা কেটে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবংশী ভাওইয়া শিল্পী তথা লেখক কমলেশ সরকার। প্রায় ৫০০ জনের মত প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশগ্রহণ করে বলে ঐক্য মঞ্চের তরফ থেকে জানা গেছে। তিনটি ধাপে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে ৩০ জনকে পুরস্কৃত করা হবে বলেও জানা গেছে।