খোয়াই: বারবিল এলাকায় এক বাড়ি তল্লাশি করে গাজা উদ্ধার, গ্রেপ্তার এক ব্যক্তি
Khowai, Khowai | Dec 1, 2025 গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই সুভাষ পার্ক ফাঁড়ির পুলিশ বারবিল এলাকায় এক ব্যক্তির বাড়ি তল্লাশি করে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করে। বাড়ির মালিক কে এন ডিপিএস আইনে গ্রেফতার করে সুভাষ পার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।