কেশপুর: কেশপুরের জামিরা গ্রামে দোতলা মাটির বাড়ি ভাঙ্গন
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত জামিরা গ্রামে দোতলা কাঁচা মাটির বাড়ি ভেঙে পড়ায় হতাশ বাড়ির দুই পরিবার। আজাহার মল্লিক ও জাবের মল্লিক। আজ সকাল ৮টা নাগাদ কেশপুরের জামিরা গ্রামে মাটির আট কামরা দোতলা বাড়িতে দুই পরিবারের মোট ৮ জন সদস্য থাকেন। বাড়ি ভেঙে পড়ায় হতাশ পরিবারের সদস্যরা। এমত অবস্থায় সরকারি সাহায্যের আবেদন জানাবেন বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা